| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; দুমড়েমুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি


কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; দুমড়েমুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি


মুসলিম বিশ্ব ডেস্ক     04 January, 2025     10:54 AM    


কাজাখস্তানে তুষার ঝড়ের কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটার ওপর একটা উঠে প্রায় ১০০টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক হাইওয়েতে সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সি। এতে অন্তত ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে তুষার ঝড়ের কারণে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়ার কাজ চলছে। ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর কাজে লাগানো হয়েছে। সড়কে সমস্ত ধরণের যান চলাচল সীমিত করা হয়েছে।

কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল এক বিবৃতিতে বলেছে, গতি সীমা এবং নিরাপদ দূরত্ব মেনে না চলার কারণে দুর্ঘটনা ঘটেছে।

জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে খারাপ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচল এড়াতে সুপারিশ করা হয়েছে।